কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ডিএনসিসি: জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা যাচ্ছে দোরগোড়ায়

জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা যাতে ওয়ার্ড পর্যায়ে মেলে, সেই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সেই লক্ষ্যে ওয়ার্ড সচিবের অনুকূলে ইউজার আইডি ও পাসওয়ার্ড চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়ে চিঠি দিয়েছে সিটি কর্তৃপক্ষ। তাতে সায় আছে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়েরও।

মঙ্গলবার বিষয়টি নিয়ে সংস্থা দুটি বৈঠক করবে, সব প্রস্তুতি সারা হলে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে।

এখন ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং সিটি করপোরেশন এলাকায় আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর মধ্যে ছয়টি আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়া হয়। উত্তর সিটির নতুন চারটি আঞ্চলিক কার্যালয় ৭, ৮, ৯ ও ১০-এ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নেই।

জন্ম ও মৃত্যু নিবন্ধন পেতে নাগরিকদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। ওয়ার্ড পর্যায়ে এই সেবা দেওয়া গেলে দুর্ভোগ কমবে জানিয়ে দীর্ঘদিন থেকে এ কার্যক্রমটি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন কাউন্সিলররা। গত ২৭ অক্টোবর উত্তর সিটির ১৭তম বোর্ড সভায় বিষয়টি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন