কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেনীতে ‘পাগলা কুকুরের কামড়ে’ দুইশ ভেড়ার মৃত্যু

বিডি নিউজ ২৪ সোনাগাজী প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ২২:৪৮

ফেনীর সোনাগাজীতে এক সপ্তাহে অন্তত দুইশ ভেড়ার মৃত্যু হয়েছে, যেগুলোকে ‘পাগলা কুকুর কামড়েছে’ বলে খামার মালিক ও প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে।  


সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পশুচিকিৎসক সুপন নন্দী জানান, গত বৃহস্পতিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত উপজেলার দক্ষিণ চরচান্দিয়া ও চর আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।  


কৃষকরা জানান, গত চারদিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ১৭৫টি, ফেনীর সোনাগাজী উপজেলার আদর্শগ্রাম এলাকার সাহাব উদ্দিন খানের ১৭টি ও দক্ষিণ চরচান্দিয়া এলাকা ফকির আহম্মদের তিনটি ভেড়া মারা যায়।

এ ছাড়া আগের তিন দিনে একই কারণে উপজেলার বিভিন্ন এলাকায় আরও ২১টি ভেড়া মারা গেছে বলে স্থানীয়রা জানান ।


এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন খামারিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও