You have reached your daily news limit

Please log in to continue


ফেনীতে ‘পাগলা কুকুরের কামড়ে’ দুইশ ভেড়ার মৃত্যু

ফেনীর সোনাগাজীতে এক সপ্তাহে অন্তত দুইশ ভেড়ার মৃত্যু হয়েছে, যেগুলোকে ‘পাগলা কুকুর কামড়েছে’ বলে খামার মালিক ও প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে।  

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পশুচিকিৎসক সুপন নন্দী জানান, গত বৃহস্পতিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত উপজেলার দক্ষিণ চরচান্দিয়া ও চর আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।  

কৃষকরা জানান, গত চারদিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ১৭৫টি, ফেনীর সোনাগাজী উপজেলার আদর্শগ্রাম এলাকার সাহাব উদ্দিন খানের ১৭টি ও দক্ষিণ চরচান্দিয়া এলাকা ফকির আহম্মদের তিনটি ভেড়া মারা যায়।

এ ছাড়া আগের তিন দিনে একই কারণে উপজেলার বিভিন্ন এলাকায় আরও ২১টি ভেড়া মারা গেছে বলে স্থানীয়রা জানান ।

এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন খামারিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন