কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্থিতিশীল আইনশৃঙ্খলার কারণে মাথাপিছু আয় বেড়েছে: আইজিপি

সমকাল প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ২১:১৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকার কারণে মাথাপিছু আয় বেড়েছে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


তিনি বলেন, বর্তমানে মাথাপিছু আয় বেড়ে তিন হাজার ডলার হয়েছে। অর্থনীতি সচল রাখতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকায় দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হচ্ছে।


সোমবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।


নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে আস্থার প্রতীক হিসেবে দেখতে চান বলে জানান পুলিশ প্রধান।


আইজিপি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে পুলিশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। একসময় দেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ। একযোগে ৬৪ জেলায় হামলা চালিয়ে মানুষ হত্যার নেশায় মেতে উঠেছিল জঙ্গিরা। সেই অবস্থা থেকে আইনশৃঙ্খলার ক্ষেত্রে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি।


তিনি বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই। আমরা বিশ্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে রোল মডেল স্বীকৃতি পেয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও