কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাষ্ট্রদূতের অপ্রীতিকর অভিজ্ঞতার কূটনৈতিক দায়

সমকাল এম হুমায়ুন কবির প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১১:১০

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঘিরে সম্প্রতি যে অপ্রীতিকর অবস্থার উদ্ভব হয়েছে, তাকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ সামান্যই। তাঁর নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হওয়া, তা সাধারণ কোনো ঘটনা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র হিসেবে তো বটেই, এমনিতেও আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী যে কোনো দেশের কূটনীতিকের নিরাপত্তা দেওয়া স্বাগতিক দেশের কর্তব্য। ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনীতিকদের যেমন স্বাগতিক দেশ নিরাপত্তা ও সুরক্ষা দেবে, তেমনি তাঁদের পরিবারও এর সুরক্ষার আওতার মধ্যে পড়ে।


একজন কূটনীতিক স্বাগতিক দেশের আইনের কাঠামোর মধ্যে থেকে নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে মোটামুটি বড় ধরনের স্বাধীনতা ভোগ করে থাকেন। দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বা তাঁরা স্বাগতিক দেশের বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান, সরকারি দপ্তর- এগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা ও কাজ করতে পারেন। ভিয়েনা কনভেনশন এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী, এ ধরনের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা বাঞ্ছনীয় নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও