আগামী বিশ্বকাপেও মেসিকে চান স্কালোনি

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫১

বিশ্বকাপ ফাইনালের আগেই লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ, অনেকে ভেবেছিলেন হতে পারে শেষ ম্যাচও। যদিও কাপ জিতে জানান, আরও কিছুদিন আর্জেন্টিনার হয়ে চালিয়ে যাবেন খেলা। তবে কোচ লিওনেল স্কালোনির স্বপ্নটা আরও বড়। ২০২৬ বিশ্বকাপেও মেসিকে চান তিনি, এমনকি মেসির জন্যই ১০ নম্বর জার্সিটা বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী  আর্জেন্টিনা কোচ।


বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ হওয়ায় ফাইনাল ঘিরে আর্জেন্টাইনদের ছিল আলাদা আবেগ। অনেকে ধারণা করেছিলেন, কেবল বিশ্বকাপ না আর্জেন্টিনার জার্সিতেই হয়ত শেষ ম্যাচ খেলে ফেললেন ৩৫ পেরুনো মেসি।


প্রথমবার বিশ্ব জয়ের আনন্দে ভাসার পর এই মহাতারকা জানান, আর্জেন্টিনার হয়ে আরও খেলতে দেখা যাবে তাকে। রোববার ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে নিজেদের আরও বড় চাওয়া জানিয়ে দেন স্কালোনি,  'আমার মনে হয় ১০  নম্বর জার্সি আমরা আগামী বিশ্বকাপেও তার জন্য প্রস্তুত রাখব। আমরা চাই সে খেলা চালিয়ে যাক, যদি সে চায় তাহলে ১০ নম্বর জার্সি তার জন্য থাকবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও