কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাহিদামতো দক্ষ কর্মী বিদেশে পাঠানো যাচ্ছে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রথম আলো ওসমানী মিলনায়তন প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ২০:২৫

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের ওপরই নির্ভর করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।


ইমরান আহমদ বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর চাহিদা আছে। কিন্তু চাহিদামতো দক্ষ কর্মী পাঠানো যাচ্ছে না। সব দেশ দক্ষ কর্মীর দিকে যাচ্ছে। যত দ্রুত এদিকে যাওয়া যাবে, দেশ ও জাতির জন্য তত মঙ্গল হবে।


আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ইমরান আহমদ।


প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, নতুন শ্রমবাজার খুলছে। কিন্তু এগুলো পুরোনো নিয়মে চলবে না। দক্ষ কর্মী তৈরি করতে হবে। দক্ষতা উন্নয়নে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ খাতে পুরো কাঠামোও ঠিক করা হচ্ছে। সবকিছু প্রযুক্তিনির্ভর করা হচ্ছে, এতে হয়রানি কমছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও