‘বাবা তুমিই ওদের ভরসা’- মেসিকে ছেলের চিঠি!

বার্তা২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১৪:৫২

টানা ৩৬ বছর বিশ্বকাপের শিরোপা থেকে দূরে মেসির দল আর্জেন্টিনা। ২০১৪ সালের বিশ্বকাপে শিরোপার একদম কাছে গিয়েও ট্রফি ছোঁয়া হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।  এবার আবার সেই সুযোগের খুব কাছেই।


এদিকে ফাইনালের আগে বাবাকে আবেগঘন একটি চিঠি লিখেছে লিওনেল মেসির ১০ বছর বয়সী ছেলে থিয়াগো।


বাবাকে লেখা চিঠিতে সে লিখেছে, আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা। ছেলের চিঠির কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা। বাবাকে হাতে লেখা চিঠিতে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথা উল্লেখ করেছে। বিশ্বকাপের শুরু থেকেই আন্তোনেল্লা তিন ছেলেকে নিয়ে রয়েছেন দোহায়। আর্জেন্টিনার সব ম্যাচে উপস্থিত থাকছেন গ্যালারিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও