মাস্টোডনের লিঙ্ক শেয়ারিং বন্ধ করলো টুইটার
প্রতিদ্বন্দ্বী সামাজিক প্ল্যাটফর্ম মাস্টোডনের কয়েকটি লিঙ্ক শেয়ারের সুবিধা বন্ধ করেছে টুইটার।
মাস্টোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপে ভাগ করা থাকে। এগুলো ‘সার্ভার’ নামে পরিচিত। এর উদাহরণ হিসেবে ধরা যায়, ‘ইউকে’, ‘স্নুকার’, ‘সিকিউরিটি’ ইত্যাদি।
ব্যবহারকারী যোগ দিতে পারেন, এমন বেশ কিছু বড় সার্ভারের লিঙ্ক শেয়ার বন্ধ করেছে টুইটার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘সোশাল’ নামের চ্যানেলটিও ছিল।
আর ব্যবহারকারীর অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাস্টোডন অ্যাকাউন্টের লিঙ্ক যোগ করতেও বাধা দিচ্ছে টুইটার। টুইটারের দাবি, এগুলো ‘ম্যালওয়্যার’।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এমন কোনো প্রমাণই মেলেনি যে মাস্টোডনে ম্যালওয়্যার আছে- ম্যালওয়্যার থাকা সফটওয়্যার ব্যবহারকারীর ডিভাইসের ক্ষতি করে।
মাস্টোডন বলেছে, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী পেয়েছে তারা। এর মধ্যে অনেক ব্যবহারকারীই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- শেয়ার
- লিঙ্ক
- ব্যবহারকারী
- টুইটার