টেস্টের চাপ না নিয়েও যেভাবে জাকিরের সেঞ্চুরি
তামিম ইকবাল চোট পেয়ে ছিটকে যাওয়ার পরই জাকির হাসান ডাক পান টেস্ট দলে। ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই রান করছেন, তবে ভারত সিরিজের আগে তিনি নতুন করে আলোচনায় আসেন কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরিতে। ১০ ঘণ্টার ওপর ব্যাটিং করে বাঁচিয়েছিলেন ম্যাচ। অথচ বাংলাদেশ ‘এ’ দলের ওই ম্যাচেও থাকার কথা ছিল না তাঁর। শুরুতে ডাকা হয়েছিল তৌহিদ হৃদয়কে, তাঁর চোটেই শেষ মুহূর্তে ডাক পড়ে সিলেটের ব্যাটসম্যানের।
এবার অবশ্য মঞ্চটা টেস্ট ক্রিকেট। প্রথম ইনিংসে ভালো শুরুর পরও ফিরতে হয় ২০ রান করেই। এমনিতে সহজাত ওপেনার নন, যদিও তিন-চারে খেলেন বলে নতুন বলে খেলার অভিজ্ঞতা আছে ভালোই। তবে জাকির হঠাৎ পাওয়া সুযোগটা কতটা কাজে লাগাতে পারবেন, সে প্রশ্ন ছিলই।
সেই জাকিরকে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসার পথে একটু থামতে হলো। রাহুল দ্রাবিড় যে এগিয়ে আসছেন অভিনন্দন জানাতে। সেঞ্চুরির পর মাঠেই বিরাট কোহলির অভিনন্দন পেয়েছেন, দিনের খেলা শেষে অভিনন্দন পেলেন ভারতীয় কোচেরও।