আরও সস্তায় রাশিয়ার তেল কিনছে ভারত
পশ্চিমা দেশগুলো নানাভাবে রাশিয়ার তেল ব্যবসা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু প্রতিবারই রাশিয়া নানা কায়দাকানুন করে বেরিয়ে আসছে। আবার রাশিয়ার ওপর নির্ভরশীলতাও কাটাতে পারছে না ইউরোপ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপর রাশিয়া বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে ভারত ও চীনের কাছে তেল বিক্রি করেছে। সেই ব্যবসার রাশ টানতে চলতি মাসের শুরুতে সমুদ্রপথে রাশিয়ার তেল সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে তারা এবং জি-৭ ভুক্ত দেশগুলো (কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন, আমেরিকা) রুশ তেল কেনার দর ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে। খবর ইকোনমিক টাইমসের।