![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-12%252F255bad4a-a7d4-4b10-a694-22119db3c0d2%252FIndia_China.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ভারত–চীন সীমান্ত বিরোধ: ৬০ বছরের পুরোনো যে লড়াই
২৩ অক্টোবর ১৯৬২। শরতের সেই সকালে চীনের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে গোলাবর্ষণ শুরু করে। উত্তর–পূর্ব ভারতের হিমালয় অঞ্চলে ঘটে এ ঘটনা। চীন ও ভুটান সীমান্তবর্তী ওই এলাকাটি তখন নর্থ–ইস্ট ফ্রন্টিয়ার এজিন্সি বা এনইএফএ নামে পরিচিত।
এখন সেই অঞ্চল ভারতের একটি রাজ্য। নাম অরুণাচল প্রদেশ। ১০ লাখের বেশি মানুষের বাস সেখানে। এ পর্যন্ত চীন অরুণাচলকে নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে। সেখানে এক বছর পর দুই দেশের সেনাদের মধ্যে সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটে।