বরফের দেশে মরুর জাহাজ
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১০:০২
নতুন পরিবেশে একটি প্রাণী কতটা আনন্দ করতে পারে, সেটাই যেন ধরা পড়ল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। সেখানকার পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান ওজাইয়ের একটি প্রাণী সংরক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে মরুভূমির জাহাজখ্যাত উটের শাবক। এই উটের শাবকের প্রথম তুষারপাত দেখার উদ্যাপন ইন্টারনেট দুনিয়ায় আনন্দের নতুন খোরাক জুগিয়েছে।
ওজাইয়ের র্যাঞ্চো গ্রান্দে নামের একটি প্রাণী সংরক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে ওই উটের শাবকটিকে। এর নাম দেওয়া হয়েছে আলবার্ট। আলবার্টের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তুষারপাতের পর এটিকে ছেড়ে দেওয়া হয়েছে। আলবার্ট খানিকটা সময় দাঁড়িয়ে থেকে তারপর লাফালাফি করতে শুরু করে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- তুষারপাত
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল