
ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুসহ ১০ জনের
ইউরোপের দেশ ফ্রান্সের লিঁও শহরের ভলক্স-এন-ভেলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জন মানুষ নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
লিঁওর স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার রাত ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুন লাগার খবর পৌঁছায়। এরপর ৩টা ২৫ মিনিটের মধ্যে ৬৫টি গাড়ি নিয়ে ১৭৬ জন ফায়ার কর্মী দুর্ঘটনাস্থলে চলে যান।