অক্টোবর মাসে ভারতের শিল্পোৎপাদন কমেছে

প্রথম আলো প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ১৫:২৪

চলতি বছর বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি। কিন্তু অর্থনীতির আরেকটি সূচকে পিছিয়ে পড়েছে দেশটি। অক্টোবর মাসে ভারতের শিল্পোৎপাদন সূচক (আইআইপি) ৪ শতাংশ কমেছে—২৬ মাসের মধ্যে সর্বোচ্চ, যদিও গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সামগ্রিক আইআইপি বেড়েছে। এ সময়ে তার আইআইপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৩।


দেশটির পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্যানুসারে, অক্টোবর মাসে ভারতের কারখানার উৎপাদন কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। খনি ও বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২ দশমিক ৫ ও ১ দশমিক ২ শতাংশ। সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে, সেই মাসে দেশটির ভোক্তাদের স্থায়ী পণ্য কেনার হার কমেছে ১৫ দশমিক ৩ আর মূলধনি পণ্য উৎপাদন কমেছে ২ দশমিক ৩।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও