কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইসিটি ও সফট স্কিল বাধ্যতামূলক করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাগো নিউজ ২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ২০:৫৭

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে আইসিটি ও সফট স্কিল কোর্স দুটি বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে আইসিটি এবং তৃতীয় বর্ষে সফট স্কিল কোর্স চালু করা হবে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৬তম সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে ১৯টি শর্ট কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে।


এগুলো হলো- ডাটা এনালিস্ট, আর্কাইভ ও রেকর্ড ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রেসপনসিভ ওয়েব ডিজাইন, কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম, পারফরমিং আর্টস অ্যান্ড ড্রামা, এন্ট্রাপ্রেনারশিপ, গ্রাফিক ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন, ডিজাস্টার রিস্ক রিডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সোলার পাওয়ার টেকনোলজি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ব্লু ইকোনমি, মেন্টাল হেলথ ফার্স্ট এইড, কনটেন্ট রাইটিং, স্পোর্টস ম্যানেজমেন্ট। এই কোর্সগুলো অনার্স ও ডিগ্রি পর্যায়ে ওপেন থাকবে। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী এগুলো করতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও