তবু কেন এত কষ্ট?

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১৬:৩১

বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) সমীক্ষার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সারমর্ম হচ্ছে, আসন্ন বছরগুলোতে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার যদি বর্তমানের চেয়ে ২ শতাংশ কমেও যায়, অর্থাৎ ৫ শতাংশও হয় (২০২০-২১ অর্থবছরে যা ছিল ৬ দশমিক ৯ শতাংশ), তাহলেও ২০৪০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের আকৃতিতে পৌঁছে যাবে। আর প্রবৃদ্ধির হার যদি ১০ শতাংশ হয়, তাহলে ওই পর্যায়ে পৌঁছাতে সময় লাগবে আর মাত্র আট বছর, অর্থাৎ ২০৩০ সাল নাগাদই বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। সব মিলিয়ে সাকল্য সম্পদ ও প্রবৃদ্ধি হারের বিবেচনায় এ এক তাক লাগানো অগ্রগতি বৈকি!


সম্পদ ও এর প্রবৃদ্ধি-হারের বিবেচনায় এই যে বিপুল অগ্রগতি, এরপরও দেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের জীবনযাত্রা ও টিকে থাকার সংগ্রাম কেন এত কষ্টময়? কেন ৪২ শতাংশেরও বেশি মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে? কেন ৭৩ শতাংশ মানুষ এখনো স্বাস্থ্যকর খাদ্য জোগাড় করতে পারছে না? কেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা দিন দিনই কমছে? কেন প্রায় অর্ধকোটি মানুষের কোনো বাসস্থান নেই? কেন প্রায় ৫৩ লাখ মানুষ বস্তিতে বসবাস করে? কেন পাঁচ বছরের কম বয়সী ২৮ শতাংশ শিশু এখনো পুষ্টিহীনতায় ভোগে? কেন হ্রাস পাচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার? শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান কেন এমন যে তাদের তৈরি করা স্নাতকদের সিংহভাগকেই চাকরিদাতারা কাজের উপযুক্ত বলে গণ্য করেন না?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও