গত বছরের তুলনায় বাদামের দাম মণ প্রতি কমেছে ১৫০০ টাকা
লালমনিরহাটে স্থানীয় বাজারে প্রতি মণ (৪০ কেজি) বাদাম বিক্রি হচ্ছে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা দরে। গত বছর একই সময়ে প্রতি মণ প্রতি বাদাম বিক্রি হয়েছিল সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা।
গত বছরের তুলনায় প্রতি মণ বাদামের দাম প্রায় দেড় হাজার টাকা কমায় হতাশা ব্যক্ত করেছেন বৃহত্তর রংপুর অঞ্চলের বাদাম চাষিরা।
লালমনিরহাট সদর উপজেলার দুড়াকুটি হাটে বাদাম বিক্রি করতে আসা কৃষক আমজাদ হোসেন (৫৫) ডেইলি স্টারকে জানান, তিনি ১২ মণ বাদাম বিক্রি করার জন্য হাটে এনেছিলেন। বাজারদর কম হওয়ায় ৪ মণ বাদাম বিক্রি করেছেন। বাকি ৮ মণ বাদাম বাড়িতে ফেরত নিয়ে গেছেন।
কৃষক আমজাদ হোসেন বলেন, 'গেল বছর ৭ হাজার টাকা দরে ৩০ মণ বাদাম বিক্রি করে পেয়েছিলাম ২ লাখ ১০ হাজার টাকা। কিন্তু এ বছর প্রতি মণ বাদাম ৫ হাজার ২০০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। আমি গেল বছর ৬ বিঘা জমিতে ৩০ মণ বাদাম উৎপাদন করেছিলাম। এবছর একই জমিতে ৩১ মণ বাদাম পেয়েছি। আশা করেছিলাম গেল বছরের তুলনায় এবছর বাদাম একটু বেশি দরে বিক্রি করতে পারবো। কিন্তু বাদামের দর গেল বছরের চেয়ে কম।'
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দাম কমেছে
- বাদাম চাষ