জাতিসংঘের নারী অধিকার সংস্থা থেকে বহিষ্কৃত হলো ইরান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১২:২৭
জাতিসংঘের প্রধান নারী অধিকার সংস্থা থেকে ইরানকে বহিষ্কার করা হয়েছে। মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে চলমান বিক্ষোভে সরকারের দমন-পীড়ন অব্যাহত থাকায় ভোটাভুটির মাধ্যমে দেশটিকে ওই সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের উদ্যোগে এ ভোটাভুটি হয়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবামাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ ডিসেম্বর) নারী অধিকারের কৌশলগত লঙ্ঘনের অভিযোগ এনে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন থেকে ইরানকে বহিষ্কারের জন্য মার্কিন খসড়া প্রস্তাব গ্রহণের পক্ষে ভোট দেয় ৫৪ সদস্যের জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল।
ইরানকে বহিষ্কারের বিষয়ে যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাব আনার পর এর ওপর ভোটাভুটি হয়। তাতে ২৯-৮ ভোটে প্রস্তাবটি পাস হয়। তবে ১৬ সদস্য এতে ভোট দেওয়া থেকে বিরত ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বহিষ্কার
- ইরান
- নারী অধিকার
- জাতিসংঘ