বিমানের বকেয়া মওকুফের আবেদনে জ্বালানি বিভাগের ‘না’
পাওনা পরিশোধ করতেই হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। একথা সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বাকিতে জ্বালানি তেল নিয়ে দুই হাজার ১০০ কোটির বেশি টাকা পরিশোধ করেনি বিমান। এখন এসে বাকির টাকা মাফ করে দিতে বলছে। কিন্তু বিপিসির তরফ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এভাবে টাকা মাফ করে দেওয়ার কোনও বিধান নেই।
জ্বালানি বিভাগ সূত্র বলছে, বিমানের কাছে কত টাকা পাওয়া যাবে এ বিষয়ে জ্বালানি বিভাগের পরবর্তী সমন্বয় সভায় উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন জ্বালানি সচিব মাহবুব হোসেন।