তরুণ প্রজন্ম বিএনপিকে প্রত্যাখ্যান করতে চায় : যুবলীগ চেয়ারম্যান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ১৫:৩৭

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জনের শেষপ্রান্তে রয়েছে, তখন রাজাকার, আলবদর বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। যারা এ গণহত্যা চালিয়েছে, তাদের পৃষ্ঠপোষক বিএনপিকে আজকের প্রজন্ম প্রত্যাহার করতে চায়। আশা করছি এদের বিচার হবে এবং যুদ্ধাপরাধীদের বিচার চলমান থাকবে।


বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের যুবলীগ চেয়ারম্যান একথা বলেন।


তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যায় যারা মাস্টারমাইন্ড ছিল তারা রাষ্ট্রীয় শাসকযন্ত্রের অংশ হয়ে বিজয় এবং স্বাধীনতার জন্য শহীদদের চরম অবমাননা করেছে।


এর আগে আজ সকালে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলে করুণ সুর বেজে ওঠে। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও