অ্যান্ড্রয়েডে চলা স্মার্টফোনে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি

প্রথম আলো প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ১৫:৩০

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ফিশিং আক্রমণ চালানোর পাশাপাশি ফোনে নতুন কোড যুক্ত করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে বলে জানিয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এরই মধ্যে দেশটির নাগরিকদের এ বিষয়ে সতর্কও করেছে তারা।


কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১০, ১১, ১২, ১২ এল এবং ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনে এ নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের বড় ধরনের ক্ষতি করতে পারে সাইবার অপরাধীরা। আর তাই সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা।


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনে ব্যবহার করা চিপসেটের ত্রুটির কারণেই মূলত এ নিরাপত্তা ত্রুটি দেখা দিয়েছে। ফলে চাইলেই দ্রুত এ সমস্যার সমাধান করা সম্ভব হবে না। এ জন্য গুগলকেই মূলত অ্যান্ড্রয়েডের সিস্টেম ফার্মওয়্যার হালনাগাদ করতে হবে। আর তাই সতর্কতার সঙ্গে ফোন ব্যবহারের পাশাপাশি সিস্টেম ফার্মওয়্যার হালনাগাদ হলেই দ্রুত সেটি ব্যবহার করতে হবে। তবে অ্যান্ড্রয়েডের এ নিরাপত্তা ত্রুটির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি গুগল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও