You have reached your daily news limit

Please log in to continue


মধ্যরাতে উত্তাল বিশ্বভারতী, ছাত্রীদের ধর্ষণের হুমকির অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার মধ্যরাতে বিশৃঙ্খলা ঘটেছে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে শিক্ষার্থীদের করা অবস্থান মঞ্চ ভেঙে দিয়েছেন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, নিরাপত্তাকর্মীরা মদ্যপ অবস্থায় তাদের মারধর করেছে। এমনকি, নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের ধর্ষণের হুমকি দিয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অশোক মাহাতোর উপস্থিতিতে ঘটনাটি ঘটেছে বলে দাবি শিক্ষার্থীদের।

অশোক মাহাতোর দাবি, মঙ্গলবার রাতে বিশ্বভারতীর অধ্যাপক এবং অধ্যাপিকাদের বাড়িতে গিয়ে ইট ছুড়েছেন শিক্ষার্থীরা। সে কারণে নিরাপত্তাকর্মীরা এসে মাঝরাতে অবস্থান মঞ্চ ভেঙে ফেলেছেন। অধ্যাপকদের বাড়ি থেকে বেশ কিছু পাথর উদ্ধার হয়েছে।  

ঘটনাস্থলে উপস্থিত এক ছাত্রীর দাবি, এমন কোনো ঘটনাই ঘটেনি। কেউ ইট ছোড়েনি। বরং নিরাপত্তাকর্মীরা বেড়া টপকে এসে তাদের মারধর করতে শুরু করে এবং অবস্থান মঞ্চ ভেঙে দেয়। পাশাপাশি বিক্ষোভকারী ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন