কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘এতো লাশ দেখে আমি চিৎকার করতে থাকি’

ডেইলি স্টার রায়েরবাজার প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:০০

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাবাহিনীরা পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তাদের এদেশীয় সহযোগী আলবদর, আলশামস ও রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। এর মধ্যে ঢাকার রায়েরবাজারে বুদ্ধিজীবীদের গণহত্যা অন্যতম। সে দিনের ঘটনার ভয়াবহ স্মৃতি ডেইলি স্টারকে জানিয়েছেন রবিউল আলম।


রবিউল আলম বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব। একসময় বাদাম–বুট বিক্রি করেছেন, রিকশাও চালিয়েছেন। পরে মাংসের ব্যবসা করে সচ্ছলতা পেয়েছেন কিছুটা। বয়স ৬৬, একাত্তর সালে বয়স ছিল ১৪। রায়েরবাজারের এলাকায় বাসা হওয়ায় বুদ্ধিজীবীদের গণহত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে পরিচিত। ২০২১ বইমেলায় 'আমার দেখা রায়েরবাজার বধ্যভূমি এবং শহীদ বুদ্ধিজীবীদের রক্তেভেজা একটি বটগাছ' নামে বই প্রকাশ করেন তিনি।


১৪ ডিসেম্বরের স্মৃতিচারণ করে রবিউল আলম বলেন, '১৯৭১ সালে ঝিগাতলা বাবুর্চি পাড়ায় মাংসের দোকানে কাজ করতাম। দৈনিক পারিশ্রমিক ছিল ৫ টাকা। ডিসেম্বরের ৪ বা ৫ তারিখে প্রতিদিনের মতো সেদিনও যাচ্ছিলাম। ট্যানারি মোড়, বর্তমানে রূপালী ব্যাংকের কাছে যেতেই দেখলাম- অনেকগুলো লোককে লাইনে বসিয়ে রাখা হয়েছে। আমাকে দেখেই ডাকে, একই সারিতে বসতে বলে। সেদিন আমার সামনে ছিল আগের চেনা সুধীর বাবু। তিনি বেশ দুঃসাহসী, ও চটপটে এবং মুসলমানের সব বিধান জানা তার। আমি শুধু দু-একটি কলেমা জানি। লাইনে বসে আছি, এমন সময় একজন পাকিস্তানি অফিসার এসে সবাইকে লাইনে দাঁড় করাল এবং এক এক করে সবাইকে কলেমা বলতে বলল। কারো কারো লুঙ্গি খুলেও দেখছিল। কাউকে কাউকে ছেড়ে দিচ্ছে। কাউকে লাঠি দিয়ে আঘাত, কারও পিঠে কিল-ঘুষি, আরও কত কী করছে তার ইয়াত্তা নেই। আমি শুধু চিন্তা করছিলাম, সুধীর বাবুর কী হবে?'


'এর মধ্যে সুধীর বাবু পণ করে বসে আছেন, যা হওয়ার হবে, অন্তত ২ জনকে হত্যা করবেন। মরতে তো হবেই, লুঙ্গি উঠালে আর রক্ষা নেই। সুধীরের কথা শুনে আমি ঘামছিলাম। এমন কিছু করলে আমরা যে কজন পিছনে আছি, সবাইকেই ব্রাশফায়ার করে মারবে পাকিস্তানিরা।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও