![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F12%2F13%2Foic-flag-2e00d8301fb2a698b1b5ebaffc838e0b.jpg%3Fjadewits_media_id%3D829230)
ওআইসি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ভারত
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ১৮:২৫
মুসলিম দেশগুলোর জোট ওআইসি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এমন অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ওআইসি মহাসচিব হুসাইন ব্রাহিম ত্বহার সফর এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মির নিয়ে তার মন্তব্যের জন্য তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলে হস্তক্ষেপের কোনও অধিকার ওআইসির নেই।