কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক গাড়িতে ২০ লাখ কিমি পথ পাড়ি, এখনো চলছে

কালের কণ্ঠ নিউজিল্যান্ড প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ১৬:০২

নিউজিল্যান্ডের এক ব্যক্তি একটি গাড়ি ২০ লাখ কিলোমিটারেরও বেশি পথ চালিয়ে রেকর্ড গড়েছেন। ১৯৯৩ সাল থেকে শুরু করে গাড়িটি আশ্চর্যজনকভাবে এখনো দক্ষতার সঙ্গে চলছে।


নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, গাড়ির মালিক ৭২ বছর বয়সী গ্রেম হেবলি মার্চ মাসে মাইলফলকটি অর্জন করেন। তিনি বিশ্বাস করেন যে গাড়িটি 'চিরকাল' চলবে।


তিনি ১৯৬০ সাল থেকে সংবাদপত্র সরবরাহের ঠিকাদার হিসেবে কাজ করছেন। ৮০ হাজার কিলোমিটার চলার পর গাড়িটি ২০০০ সালে কিনেছিলেন হেবলি।


জানা গেছে, হেবলি ওয়েলিংটন থেকে নিউ প্লাইমাউথ পর্যন্ত সপ্তাহে ছয় দিন গাড়ি চালিয়ে যান এবং ফিরে আসেন। সেই হিসাবে গাড়িটি প্রতি সপ্তাহে পাঁচ হাজার কিলোমিটার চলে। এর ফলে তাকে প্রতি দুই সপ্তাহ পর পর গাড়িটি সার্ভিসিং করাতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে