‘সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করলাম পদত্যাগের মাধ্যমে’

ডেইলি স্টার প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ১০:৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭ সংসদ সদস্য আজ রোববার সকাল ১১টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেবেন।


এর আগে গতকাল রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তারা পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।


সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা আজ সকালে দ্য ডেইলি স্টারকে টেলিফোনে বলেন, 'আমরা পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছি, সকাল ১১টায় জমা দেব।'


তিনি আরও বলেন, 'আপনারা আমাদের ১০ দফা দাবিতে দেখতে পাবেন, প্রথমেই আছে, এই সংসদ ভেঙে দিতে হবে। সংসদ ভেঙে দেওয়ার প্রক্রিয়া আমরাই প্রথম শুরু করলাম পদত্যাগের মাধ্যমে। আশা করছি বাকি সবাই একে একে পদত্যাগ করতে শুরু করবেন।'


একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আছেন ৭ জন। তারা হলেন— বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত