You have reached your daily news limit

Please log in to continue


অ্যাডিলেডে খাদের কিনারে ওয়েস্ট ইন্ডিজ

চাইলেই ইনিংস ব্যবধানে জয়ের পথে হাঁটতে পারতেন স্টিভেন স্মিথ। তবে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক হাঁটলেন প্রথম টেস্টের অনুকরণে। পার্থে বড় লিডের পরও দ্বিতীয় ইনিংসে দ্রুত কিছু রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। আজ অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনও একই পাণ্ডুলিপি মেনে।

ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ২৯৭ রানের বড় লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দেন স্মিথ।

ম্যাচের চতুর্থ ইনিংসে ৪৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। হার এড়াতে আরও ৪৫৯ রান করতে হবে, নয়তো ৬ উইকেট নিয়ে বাকি দুই দিন কাটিয়ে দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন