কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইইউর নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়লা রফতানিতে প্রবৃদ্ধি রাশিয়ার

বণিক বার্তা রাশিয়া প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১১:১৮

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রপথে রাশিয়ার কয়লা রফতানি আবারো বাড়তে শুরু করেছে। পণ্যটি পরিবহনে ইউরোপীয় ইউনিয়ন বিধিনিষেধ শিথিল করায় রফতানিতে ভালো সম্ভাবনা দেখছে দেশটি। সেপ্টেম্বর ও অক্টোবরে রেকর্ড কয়লা রফতানি করে রাশিয়া। এর মধ্যে অক্টোবরে রফতানি পাঁচ বছরের সর্বোচ্চে পৌঁছায়। পণ্যবাজার গবেষণা প্রতিষ্ঠান কেপলার এ তথ্য জানিয়েছে।


কেপলারের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে রাশিয়ার কয়লা রফতানি ১ কোটি ৬০ লাখ টন ছাড়িয়েছে, যা জুলাইয়ে তৈরি হওয়া পাঁচ বছরের রেকর্ডের সমান।


আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান বিমকোর বিশ্লেষক ফিলিপ গোভেয়া জানান, ইউরোপীয় ইউনিয়ন রুশ কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞার শর্ত স্পষ্ট করলে কয়লা পরিবহনে উদ্বেগ কমে আসে। কারণ এর মাধ্যমে অপারেটররা রাশিয়ার কয়লা পরিবহন করতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হয়েছেন। এছাড়া মূল্যসংবেদনশীল বাজারে চাহিদা বৃদ্ধিও রফতানি বাড়াতে সহায়তা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও