হিমাচলে ভোট পড়েছে নারীদের বেশি, জিতলেন শুধু এক নারী

কালের কণ্ঠ হিমাচল প্রদেশ প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১০:২১

ভারতের হিমাচল প্রদেশে ৬৮ বিধানসভা আসনের মধ্যে জয়লাভ করা একমাত্র নারী প্রার্থী রীনা কাশ্যপ। তিনি জিতেছেন বিজেপির টিকিটে। হিমাচলে ক্ষমতায় ফিরে আসা কংগ্রেসের একজন নারী প্রার্থীও জেতেননি। গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার।


হিমাচলের ৬৮টি বিধানসভার মধ্যে কংগ্রেসের দখলে ৪০টি আসন এবং বিজেপি জিতেছে ২৫টিতে; ৩টি আসনে জিতেছে নির্দলীয় প্রার্থী। হিমাচল নির্বাচনে বিজেপি ছয়জন নারী প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছিল। কংগ্রেসের পক্ষে ছিলেন পাঁচজন নারী প্রার্থী। আম আদমি পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন তিন জন। কিন্তু তাদের মধ্যে শুধু রীনা বিজেপির টিকিটে নির্বাচনে জয়ী হয়েছেন। পচ্ছাদ (এসসি) বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন রীনা।   ২০২১ সালের হিমাচল উপনির্বাচনেও তিনি ওই কেন্দ্র থেকে জিতেছিলেন। তবে গত বিধানসভা নির্বাচনগুলোতেও একই ধারা দেখা গিয়েছিল। কোনো নির্বাচনে দু’জন, তো কোনো নির্বাচনে তিনজন নারী প্রার্থী জিতেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও