বিএনপির সমাবেশস্থল নিয়ে দ্বন্দ্ব আগামীকালই কেটে যাবে: পুলিশ কর্মকর্তা হারুন
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীতে বিএনপির সমাবেশস্থল নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা আগামীকালই কেটে যাবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে গিয়ে কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধিদল। প্রায় দুই ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন বিএনপি নেতারা।
বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু সাংবাদিকদের বলেন, বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অপর দিকে ডিএমপি কমিশনার তাঁদের মিরপুর বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার প্রস্তাব দিয়েছেন। এখন দুটি মাঠই তাঁরা পরিদর্শন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরিস্থিতি সম্পর্কে জানাবেন।