![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/12/08/222237kjj.gif)
হালখাতার টাকা তুলতে ব্যবসায়ীর অভিনব কায়দা
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ২২:২২
হালখাতার টাকা তুলতে অভিনব কায়দার অবলম্বন করছেন সাতক্ষীরার এক সিমেন্ট ব্যবসায়ী। বাকীর টাকা পরিশোধ না করলে দেনাদারদের হালখাতা খেলাপি আখ্যা দিয়ে এলাকায় মাইকিং করা হবে বলে ঘোষনা দিয়েছেন তিনি। পাওনা টাকা আদায়ে আজ বৃহস্পতিবার বিকাল থেকে নিজ দোকানে বসে মাইকিং করে এ ঘোষনা দেয়া শুরু করেছেন ব্যবসায়ী শিমুল হোসেন। জানা গেছে, উপজেলা সদরের সিমেন্ট ব্যবসায়ী শিমুল হোসেন কয়েক বছর যাবৎ ব্যবসা করে আসছেন।
চলতি বছরে তার ব্যবসা প্রতিষ্ঠানে কয়েক লাখ টাকা সিমেন্ট বাকিতে চলে যায়। ক্রেতারা হালাখাতায় সমুদয় টাকা পরিশোধ করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে সিমেন্ট বাকিতে নেয়। হালখাতায় টাকা আদায় না হওয়ায় সিমেন্ট ডিলারদের টাকা পরিশোধ নিয়ে তিনি চিন্তিত।