নয়াপল্টন এলাকার ব্যাংক গ্রাহকশূন্য
রাজধানীর নয়াপল্টন এলাকার বিভিন্ন ব্যাংকের শাখাগুলো আজ বৃহস্পতিবার সকাল থেকেই ছিল প্রায় গ্রাহকশূন্য। গতকাল বুধবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আতঙ্কে আজ জরুরি প্রয়োজন না হলে কোনো গ্রাহক ওই এলাকার ব্যাংকে যাননি। নয়াপল্টন এলাকার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের তুলনায় সকাল থেকে গ্রাহক উপস্থিতি ছিল একেবারেই কম। তাই এদিন লেনদেন হয়েছে খুবই কম।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন ওই এলাকা ঘুরে দেখা গেছে, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। বিশেষ প্রয়োজন ছাড়া সড়কের ভেতরে কাউকে যেতে দেওয়া হয়নি। ওই সড়কে বিভিন্ন ব্যাংকের ১০-১২টি শাখা রয়েছে। এ ছাড়া রয়েছে ব্যক্তিগত গাড়ির বিক্রয়কেন্দ্র, পোশাকের পাইকারি বাজার, প্রবাসী শ্রমিক পাঠানোর কোম্পানি, রেস্তোরাঁসহ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান। সকাল থেকে সড়কটি বন্ধ থাকায় এ এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল খুবই কম। অনাহূত পরিস্থিতি সামাল দিতে ব্যাংকগুলো শাটার নামিয়ে ভেতরে কার্যক্রম পরিচালনা করেছে।