চীন-সৌদির ৩ হাজার কোটি ডলারের চুক্তি, উদ্বেগে যুক্তরাষ্ট্র

ঢাকা পোষ্ট আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:১১

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদির সফরের দ্বিতীয় দিন দুই দেশের মধ্যে ৩৪টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। এসব চুক্তির সম্মিলিত আর্থিক মূল্য ৩ হাজার কোটি ডলারেরও বেশি।


তবে দুই দেশের এই অর্থনৈতিক সমঝোতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।


বুধবার সৌদির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পরিবেশবান্ধব জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, সৌর বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, জৈব প্রযুক্তি, যোগাযোগ, পরিবহন, আবাসন, চিকিৎসা, পর্যটনসহ আরও বেশ কয়েকটি খাতে এই অর্থ বিনিয়োগ করবে চীন।


তিন দিনের এক সরকারি সফরে বুধবার সৌদিতে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর এটি জিনপিংয়ের তৃতীয় বিদেশ সফর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের বৃহত্তম ও নেতৃস্থানীয় দেশটিতে এটি দ্বিতীয় সফর জিনপিংয়ের। সর্বশেষ ২০১৬ সালে সৌদি গিয়েছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও