কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যেখানে সৃজনশীলতা শিখবে শিশু

প্রথম আলো প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১২:৩০

শিশুদের বাইরে খেলতে যাওয়ার সুযোগ আজকাল কম। বাসায় বিনোদনের জন্য অনেক মা–বাবাই শিশুকে টেলিভিশন বা মোবাইল ফোন দিয়ে থাকেন। অতিরিক্ত ডিভাইসের ব্যবহার শিশুদের জন্য ক্ষতিকর। অথচ চাইলেই কিন্তু সন্তানকে ভিন্নভাবে বিনোদিত করা সম্ভব। কিছু প্রতিষ্ঠানও বর্তমানে শিশুদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করছে।


যেমন শিশুদের অভিনয়শিল্পী হিসেবে গড়ে তুলছে কাস্টিং ক্যাট। মূলত কাস্টিং এজেন্সি হলেও শিশুদের বিকাশ ও অভিনয়ে পারদর্শী করতেও এটি কাজ করে। এই প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন হাসান মামুন বললেন, ‘বর্তমান সময়ে শিশুরা খুব নিঃসঙ্গ। তাদের খেলাধুলার জায়গা নেই, নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগও তাদের সীমিত। সে জায়গা থেকে শিশুদের নিজেদের প্রতিভাকে সঠিকভাবে তুলে ধরতে অভিনয় একটি সর্বজনীন মাধ্যম। শিশু–কিশোরেরা আমাদের কাস্টিং ক্যাট একাডেমিতে এসে শুধু ক্লাসই করে না, পাশাপাশি খেলতে খেলতে, শিখতে শিখতে তিনটি আনন্দময় ঘণ্টা পার করে।’


শিশুদের জন্য অন্য রকম কিছু করার জন্যই বানিস ক্রিয়েশন শুরু করেছে কুকিং ক্লাস। ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুরা এখানে রান্না শিখতে পারবে। মূলত বেকিং আইটেমগুলোই শেখানো হয়। পাশাপাশি দেখানো হয় কাটাকাটির সঠিক কৌশল। প্রতি শুক্রবার দুটি ব্যাচে ক্লাস হয়। একটি সকালে আর অন্যটি বিকেলে। বানিস ক্রিয়েশনের স্বত্বাধিকারী তাহমিনা আহমেদ জানান, ‘কুকিং ক্লাসগুলোতে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বাচ্চারা খুব আগ্রহ নিয়েই রান্না শিখছে এবং করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও