কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জয়ার তৃতীয় ইনিংস

সপ্তাহখানেক ধরেই বিনোদন অঙ্গনে ফিসফাস, বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন জয়া আহসান। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন এই অভিনেত্রী। একাধিকবার জিজ্ঞেস করেও তাঁর মুখ থেকে এ নিয়ে একটি কথাও বের করা যায়নি। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন জয়া আহসান। জানিয়েছেন, হ্যাঁ, সত্যিই বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

বলিউড সিনেমাটির মহরত অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই হ্যাঁ বলতেও সময় নিইনি। কারণ, ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সব সময় আমি অনিরুদ্ধ এবং পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা এবং তা-ও প্রথম হিন্দি ছবিতে, আনন্দ দ্বিগুণ করে।’

আগে আরও দুটি হিন্দি চলচ্চিত্র বানিয়েছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। ছবি দুটি হচ্ছে ‘পিঙ্ক (২০১৬)’ এবং ‘লস্ট (২০২২)’। এর মধ্যে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘পিঙ্ক’ ভারতের জাতীয় পুরস্কারে সামাজিক ইস্যুতে সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে। তাঁর পরিচালিত ‘অনুরণন’ জাতীয় পুরস্কারে সেরা বাংলা সিনেমা হয়েছে ২০০৮ সালে। এ ছাড়া ‘অন্তহীন’ জাতীয় পুরস্কারে সেরা সিনেমার সম্মান পেয়েছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর আরও তিনটি বাংলা চলচ্চিত্র আছে: ‘একটি তারার খোঁজে (২০১০)’, ‘অপরাজিতা তুমি (২০১২)’ এবং ‘বুনো হাঁস (২০১৪)’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন