কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কানের মধ্যে টানা ঝিঁঝিঁর শব্দ পাচ্ছেন? সত্যিই ডাকছে, না কি তা কোনও রোগের লক্ষণ?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩

বছর ৫০-এর প্রদীপবাবু পেশায় আইনজীবী। বেশ কিছু দিন ধরেই তিনি আদালতে যেতে পারছেন না। ঘুম থেকে ওঠা মাত্রই তাঁর মনে হচ্ছে দূরে কোথাও যেন শঙ্খ বাজছে। হতেই পারে। তাই এই নিয়ে খুব একটা চিন্তা করেননি প্রথম দিকে। কিন্তু ঘণ্টা তিনেক পরে কাজে বেরিয়েও সেই একই অবস্থা। সাদা-কালো টিভিতে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হলে একটানা যে তীব্র আওয়াজ হত, তার সঙ্গে যেন অনেকটা মিল রয়েছে। কিছুতেই তার থেকে মুক্তি মিলছে না।


শুধু ওই আইনজীবী নন, এমন সমস্যা অনেকেরই হয়। শঙ্খ না হলেও কখনও কানের মধ্যে একটানা ঘণ্টা বাজে, কখনও বা সাইকেলের বেল। এ সব লক্ষণ নতুন নয়। অনেকে মনে করেন, কানে জল ঢুকে বা ঠান্ডা লেগে এই ধরনের আওয়াজ হতে পারে। কিন্তু চিকিৎসকদের মতে, সারা ক্ষণ কানে এই ধরনের আওয়াজ শুনতে পেলেও আসলে কিন্তু কোনও আওয়াজ তৈরিই হয় না। চিকিৎসাশাস্ত্রে এই রোগের নাম ‘টিন্নিটাস’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও