![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-12%2Fd3eac2d2-3c74-432f-b091-b275d35b7cc2%2Fbnp_police_clash_paltan_071222_04.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&fit=max&format=webp&w=480)
স্পষ্ট কথা, রাস্তায় সমাবেশ করতে দেব না: ডিএমপি কমিশনার
আগামী ১০ জানুয়ারি জনসভা করতে চাইলে বিএনপিকে কোনো মাঠেই যেতে হবে, সড়কে কোনো সমাবেশ করতে দেবে না পুলিশ।
বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে অভিযানের পর এমন কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যেতে না চাইলে বিকল্প হিসেবে টঙ্গীর ইজতেমা মাঠ, পূর্বাচলের বাণিজ্য মেলা মাঠ দেখান তিনি।
আগামী শনিবার ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নিয়ে গত কয়েকদিন টানাপড়েন চলছে। বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে চাইলেও পুলিশ তাদের সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুমতি দিয়েছে।