সমাবেশের স্থান নিয়ে এখনো ঐকমত্য হয়নি
১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে এখনো বিএনপি ও পুলিশ প্রশাসনের মধ্যে ঐকমত্য হয়নি। তবে নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে রাজধানীর আরামবাগ এলাকায় সমাবেশ করার প্রস্তাব নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যে আলোচনা চলছে, সেটি ফলপ্রসূ হবে বলে বিএনপি আশবাদী।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার রাতেও পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খানের সঙ্গে আলোচনায় বসেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী। রাত পৌনে নয়টার দিকে শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা আরামবাগে আইডিয়াল স্কুলের সামনে সমাবেশ করার অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
কী আলোচনা হয়েছে জানতে চাইলে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘তিনি (হায়াতুল ইসলাম খান) আজকেও সোহরাওয়ার্দী উদ্যানের কথাই বলেছেন। আমি পরিষ্কারভাবে বলেছি, আমরা সেখানে যাব না। বরং নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার দায়িত্ব নেব। এরপরও সেখানে না হলে বিকল্প হিসেবে আরামবাগে আইডিয়াল স্কুলের সামনে সমাবেশ করার কথা বলেছি। তিনি বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানাবেন।’
নয়াপল্টনে নাকি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে—এ নিয়ে বিতর্ক নিরসন করে সমঝোতার জন্য পুলিশের পক্ষে উপকমিশনার হায়াতুল ইসলাম খান এবং বিএনপির পক্ষে শহীদ উদ্দীন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়।