বাউন্ডারি হিটার মাহমুদউল্লাহর খোঁজে ডমিঙ্গো

প্রথম আলো প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৩৯

লেগ স্টাম্প হাফ ভলি বলতে যা বোঝায়, রাসেল ডমিঙ্গোর করা বলটা ছিল ঠিক তা–ই। স্ট্রাইকে থাকা মাহমুদউল্লাহ সে বলটি ফ্লিক করতে গিয়ে হলেন বোল্ড। যেকোনো মাঝারি মানের ব্যাটসম্যান এ ধরনের বলটাকে মিড উইকেট বা স্কয়ার লেগ বাউন্ডারিতে পাঠাবেন। আর মাহমুদউল্লাহ তো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। মিডল অর্ডার ব্যাটিংটা কী, এ দেশে সে পাঠ দেওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব হয়তো তিনিই। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারে তিনি কী করে দেখিয়েছেন, সে পরিসংখ্যান তো সবার জানা।


কিন্তু মাহমুদউল্লাহ আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে একটি লেগ স্টাম্প হাফ ভলিতে ব্যাট ছোঁয়াতে পারেননি। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৩৫ বলে ১৪ রানের ইনিংসেও এমন বেশ কয়েকটি বলের পুরোপুরি ফায়দা নিতে পারেননি তিনি। তাঁর সময়টা যে খারাপ যাচ্ছে, হয়তো সেটারই প্রমাণ এটি। মাহমুদউল্লাহ, ডমিঙ্গো—দুজনই হয়তো বিষয়টি জানেন। আজ নেটে বোল্ড হওয়ার পর নেটের মাঝখানে দাঁড়িয়ে দুজন কিছুক্ষণ কথা বললেন। ডমিঙ্গো তাঁর হাতের ডকস্টিক দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন লেগ সাইডে কীভাবে বলটা খেলা উচিত ছিল। শট খেলার সময় মাথাটা কোথায় থাকবে, সেটি নিয়েও দুজন কিছুক্ষণ কথা বললেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও