২০২২: মহাকাশযাত্রার ইতিহাসে নতুন অধ্যায়ের বছর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:০০
এখনও ইন্টারস্টেলার সিনেমার মতো নতুন পৃথিবীর খোঁজে ওয়ার্মহোলে ঝাঁপ দেওয়ার সক্ষমতা হয়নি মানব সভ্যতার, মঙ্গলেও পড়েনি প্রথম মানবের পায়ের ছাপ; চাঁদে ফেরার কথা ভাবতেও এখনও অন্তত ১০১টি হিসেব কষতে হচ্ছে মহাকাশ বিজ্ঞানীদের।
কিন্ত, মহামারীর প্রকোপ কাটিয়ে উঠতে থাকা বিশ্বের ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গুটি গুটি পায়ে আবার মহাকাশ জয়ের লক্ষ্যে এগোনো শুরু করেছে সৌরজগতের নীল গ্রহটি।
শীতল যুদ্ধের শেষে দমে যাওয়া মহাকাশ উন্মাদনা নতুন প্রাণ ফিরে পেয়েছে ২০২২ সালে মহাকাশ বিজ্ঞানীদের অর্জন আর অগ্রগতিতে।