শেয়ারবাজারের ব্রোকারেজ হাউসগুলোও সংকটে
দেশের শেয়ারবাজারে লেনদেনের মন্দাভাব বিনিয়োগকারীদের পাশাপাশি বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও এখন বিপাকে ফেলেছে। কয়েক মাস ধরে অনেক ব্রোকারেজ হাউসে কোনো লেনদেন নেই। আবার যারা লেনদেন করতে পারছে, তাতে তাদের তেমন মুনাফা হচ্ছে না। ফলে এসব প্রতিষ্ঠান কয়েক মাস ধরে পরিচালন লোকসানে রয়েছে বলে জানা গেছে।
গত কয়েক দিনে ছোট-বড় প্রায় ১০টি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঋণগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের অবস্থা বেশি খারাপ। শেয়ার লেনদেন করতে না পারলেও ঋণের বিপরীতে চড়া সুদ গুনতে হচ্ছে তাঁদের। একাধিক ব্রোকারেজ হাউসের নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যেসব ব্রোকারেজ হাউস ঋণ দেয়, তারা কিছু সুদ পাচ্ছে। কিন্তু যারা ঋণ দেয় না, তাদের কয়েক মাস ধরে কোনো আয় নেই। কারণ, নিজেদের পোর্টফোলিওর পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের লেনদেন কমে গেছে।