কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জেনারেল আসিম মুনিরের জন্য ইমরান কতটা চ্যালেঞ্জ

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪১

পাকিস্তানের রাজনীতি এখন বেশ নড়বড়ে। আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ নিয়ে চাপে রয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। এরই মধ্যে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হয়েছেন জেনারেল আসিম মুনির। ইমরানের সঙ্গে তাঁর অতীত অভিজ্ঞতাও সুখের নয়।


সেনাপ্রধান হওয়ার আগে পাকিস্তানের সেনাবাহিনীতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন আসিম মুনির। ২০১৮ সালে দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান হন। তবে মাত্র আট মাসের মাথায় ওই পদ থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। কারণ, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে এই পদে দেখতে চাননি।


বিশ্লেষকেরা বলছেন, সেনাপ্রধান আসিম মুনিরের বিষয়ে ইমরান খান  সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না। তবে ইমরান–সৃষ্ট নানা পরিস্থিতি সামাল দিতে হবে তাঁকে। আর পরবর্তী নির্বাচনে যদি ইমরান আবার প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়ার ক্ষমতা পাবেন। সে ক্ষেত্রে আসিম মুনিরকে সেনাপ্রধানের দায়িত্ব থেকে সরিয়েও দিতে পারেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও