You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ার বড় জয়

পার্থ টেস্ট বাঁচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ! ক্যারিবীয়দের সামনে ৪৯৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। আজ পঞ্চম দিনে ৭ উইকেটে আরো ৩০৬ রান করতে হতো উইন্ডিজের। আজ ৩ উইকেটে ১৯২ রান নিয়ে খেলতে নামা ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ৩৩৩ রানে। ফলে ১৬৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

দিনের শুরুতেই জার্মেই ব্লাকউডকে (২৪) হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর কাইল মেয়ার্স ফেরেন ১০ রান করে। দলীয় ২১২ রানে সাজঘরে ফিরে যান শতক হাঁকানো ক্যারিবীয় দলপতি ক্রেইগ ব্রাথওয়েট। ১৮৮ বলে ১১০ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপর রোস্টন চেজের ৫৫ ও আলজারি জোসেফের ৪৩ রানের কল্যাণে ৩৩৩ রান পর্যন্ত যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ন্যাথান লায়ন ছয়টি উইকেট নিয়েছেন। ট্রাভিস হেডের শিকার দুই উইকেট। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা। প্রথম ইনিংসে ২০৪ ও দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করা মার্নাস লাবুশানে হয়েছেন ম্যাচসেরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৮ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন