কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরকারি কর্মকর্তারা এখন আ. লীগের চেয়ে বড় আ. লীগ: ফখরুল

ডেইলি স্টার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি কর্মকর্তারা এখন আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে গেছে।


আজ রোববার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত জেএসডির কাউন্সিলে অংশ নিয়ে তিন এ কথা বলেন।


আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল বলেন, তারা কোনো ভিন্ন মত সহ্য করতে রাজি না। জনগণের দাবি নিয়ে কথা বললে তারা সেটা সহ্য করতে রাজি না এবং শান্তিপূর্ণভাবে যে আন্দোলন শুরু হয়েছে সেটা দমন করার জন্য তারা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যখন সমাবেশের ডাক দেই, সমাবেশের ৩ দিন আগে থেকে পরিবহন বন্ধ করে দেয়।


তিনি বলেন, তারপরও মানুষকে দমন করা যায়নি। কারণ তারা এখন পরিবর্তন দেখতে চায়। অনেক হয়েছে, এত অত্যাচার-নির্যাতন আমরা কখনো কল্পনাও করতে পারিনি। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করি। কিন্তু তার কোনো পরিবেশ, পরিস্থিতি, অবস্থা তারা রাখেনি।


ফখরুল বলেন, আগামী ১০ ডিসেম্বর আমরা ঢাকা বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছি। কাল পর্যন্ত আমরা ৯টি সমাবেশ শেষ করেছি। রাজশাহীতে প্রচণ্ড বাধা। দুর্ভাগ্য, এই দেশে যারা সরকারি কর্মকর্তা এখন আওয়ামী লীগের চেয়ে তারা বড় আওয়ামী লীগ হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও