অ্যাপলের বিরুদ্ধে মাস্কের সঙ্গে সুর মেলালেন জাকারবার্গ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ২১:৪৫

অ্যাপ স্টোরের ওপর আইফোন কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়ে কথা বললেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।


বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ নভেম্বর বুধবার নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি অ্যাপল একমাত্র কোম্পানি যেটি একতরফাভাবে একটি ডিভাইসে কী কী অ্যাপ থাকবে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি মনে করি, এটি কোনোভাবেই একটি টেকসই সিদ্ধান্ত নয়।’


জাকারবার্গ আরও বলেন, ‘আমি মনে করি কোন ডিভাইসে কী ধরনের অ্যাপের অভিজ্ঞতা পাওয়া যাবে—তা নিয়ন্ত্রণ করা উদ্বেগের বিষয়।’


নিউইয়র্ক টাইমসের রিপোর্টার অ্যান্ড্রু রস সরকিন জাকারবার্গকে মূলত অ্যাপলের সঙ্গে মাস্কের সাম্প্রতিক বিরোধের বিষয়ে তাঁর মতামত জানতে চেয়েছিলেন। জাকারবার্গ সরাসরি অ্যাপলের সঙ্গে মাস্কের বিরোধের বিষয়ে কোনো মন্তব্য না করলেও অ্যাপলের ‘অযাচিত নিয়ন্ত্রণ’ নিয়ে কথা বলেছেন। তিনি এও বলেন যে, ‘গুগল প্লে স্টোরও অবশ্য অনেক অ্যাপ স্থগিত করেছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অন্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার সুযোগ রয়েছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও