নিজের বায়োপিকে কাকে চান করণ জোহর?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ২১:১০
ছোটবেলায় মেয়েলি স্বভাবের কারণে ঠাট্টার পাত্র হতে হতো। ইন্ডাস্ট্রিতেও তাকে নিয়ে পেছনে দুকথা হয়। আলোচনা-সমালোচনার মাঝেও নিজের সাহস আর দক্ষতায় জীবনের বহু বাধা অতিক্রম করেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। পরিচালক হিসাবে তার সাফল্য প্রশ্নাতীত। বাবার মৃত্যুর পর ধর্মা প্রোডাকশনের হালও একার হাতে ধরেন করণ জোহর।
২০১৬ সালে নির্মাণ করেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। এরপর কেটে গেছে দীর্ঘ ছয় বছর। ফের ফিচার ফিল্মের পরিচালকের আসনে করণ। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। আগামী বছরের প্রথমার্ধেই মুক্তি পাবে এই ছবি। এতে প্রথমবার রণবীর সিংকে ডিরেক্ট করেছেন করণ। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালকের সাত নম্বর ছবি এটি।