You have reached your daily news limit

Please log in to continue


জুতার দুর্গন্ধ দূর করবেন কীভাবে?

জুতা খুললেই অনেকসময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরিষ্কার করার পরও আবার ফিরে আসছে অস্বস্তিকর গন্ধ। এ ধরনের পরিস্থিতি খুবই বিব্রতকর। সেক্ষেত্রে কিছু বিষয় জানা থাকলে সহজেই মুক্তি পাবেন এই বিড়ম্বনা থেকে। যেমন-

১. পানিতে ভিনেগার মিশিয়ে কাপড়ের জুতা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার করুন।

২. ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে জুতার ভেতর রেখে দিন সারারাত। এতে দুর্গন্ধ দূর হবে।

৩. চাল ধোয়া পানিতে জুতা ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করুন।

৪. রাতে ঘুমানোর আগে জুতার ভেতরে বেকিং সোডা ছড়িয়ে দিন । পরদিন পরিষ্কার করুন। এতে দুর্গন্ধ দূর হবে।

৫. জুতার মধ্যে কমলার খোসা রেখে দিন। এতে অস্বস্তিকর গন্ধ দূর হবে।

এছাড়াও  আরও কিছু বিষয় মনে রাখা জরুরি। যেমন-

সবসময় পা পরিষ্কার রাখবেন। বাইরে থেকে অবশ্যই ভালোভাবে পা ধোবেন। সপ্তাহে একদিন আপেল সিডার ভিনেগার মিশ্রিত পানিতে পা ডুবিয়ে রেখে পরিষ্কার করুন।
প্রতিদিন মোজা বদলাবেন ও ধুয়ে দেবেন

মোজার ভেতর খানিকটা ট্যালকম পাউডার ছিটিয়ে নিতে পারেন। এতে পা কম ঘামবে।

প্রতিদিন একই জুতা না পরে পরিবর্তন করে জুতা ব্যবহার করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন