কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যাকটিভ রেপ্লিকা অধিগ্রহণ করেছে মজিলা

বণিক বার্তা প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১০:৪৪

ব্যবহারকারীদের মেটাভার্স অভিজ্ঞতা দিতে ‘অ্যাকটিভ রেপ্লিকা’ অধিগ্রহণ করেছে মজিলা। গত ৩০ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছে ব্রাউজার জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।


অ্যাকটিভ রেপ্লিকা সাধারণত ওয়েবভিত্তিক মেটাভার্স তৈরি করে। মজিলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমো উদম বলেন, অ্যাকটিভ রেপ্লিকা মজিলা হাবের চলমান কাজের সঙ্গে যুক্ত হবে। পরবর্তী সময়ে ভিআর চ্যাটরুম পরিষেবা এবং ওপেন সোর্স প্রকল্পের কাজগুলোয় সহযোগিতা করবে। অ্যাকটিভ রেপ্লিকা টিম মূলত বিশেষায়িত সাবস্ক্রিপশন স্তরগুলোয় কাজ করবে। এছাড়া অনবোর্ডিং অভিজ্ঞতা উন্নয়ন ও মজিলার হাবগুলোয় নতুন ইন্টারঅ্যাকশন ক্ষমতা যোগ করবে।


ইমো উদম আরো বলেন, অ্যাকটিভ রেপ্লিকার সঙ্গে আমরা হাবগুলোয় আরো বেশি উদ্ভাবন ও সৃজনশীলতা নিয়ে আসতে পারি, যা আমরা একা করতে পারি না। আমরা অ্যাকটিভ রেপ্লিকার অনন্য ও আশ্চর্যজনক অভিজ্ঞতা তৈরির দক্ষতা থেকে সমৃদ্ধ হব, যা ভার্চুয়াল জগতে মজিলাকে প্রভাব খাটাতে সহায়তা করবে। এছাড়া অ্যাকটিভ রেপ্লিকার প্রযুক্তি মজিলা প্লাটফর্ম থেকেও লাভবান হবে। তাদের উদ্ভাবনগুলো দ্রুত বাজারে আনতে মজিলার সামর্থ্য কাজে লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও