যেভাবে বোঝা যায় ধমনী আটকে যাচ্ছে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ১৮:১৯
পরিচিত কারও যদি ‘হার্ট’য়ে ‘ব্লক’ ধরা পড়ে থাকে তবে ‘প্লাক’ শব্দটা নিশ্চয়ই আপনার কাছে পরিচিত।
জন হপকিন্স মেডিসিন’য়ের তথ্যানুসারে, “চর্বিজাতীয় বস্তু, কোলেস্টেরল, কোষের বর্জ্য, ক্যালসিয়াম, ফিব্রিন ইত্যাদি রক্তনালী ও ধমনীতে জমা হয়ে এই ‘প্লাক’য়ের সৃষ্টি, যে কারণে রক্তনালী পুরু হয়ে গিয়ে একসময় আটকে যায়।”
পুরো শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ এবং সেগুলো থেকে দুষিত রক্ত হৃদযন্ত্রের আনার দায়িত্ব হল ধমনি আর রক্তনালীর। এগুলো আটকে গেলে রক্তপ্রবাহ ব্যহত হয়, দেখা দেয় হৃদরোগ, ‘করোনারি আর্টারি ডিজিজ’।