অভিশংসনের হুমকির মুখে দ. আফ্রিকার প্রেসিডেন্ট

কালের কণ্ঠ দক্ষিণ আফ্রিকা প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ১১:৪২

'ফার্মগেট' কেলেঙ্কারির জেরে সম্ভাব্য অভিশংসনের হুমকির সম্মুখীন হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ২০২০ সালে তাঁর খামার থেকে চার মিলিয়ন ডলার চুরি ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে রামাফোসার বিরুদ্ধে।


বিবিসি জানিয়েছে, একটি স্বাধীন প্যানেল থেকে ফাঁস হওয়া প্রতিবেদনে দেখা গেছে, সিরিল রামাফোসা তাঁর পদের অপব্যবহার করেছেন। দুর্নীতিবিরোধী একটি আইন তিনি ভঙ্গ করেছেন বলেও অভিযোগ রয়েছে।


তবে সেসব অভিযোগ অস্বীকার করে রামাফোসা বলেছেন, সেগুলো মহিষ বিক্রির টাকা।


তদন্ত করে পাওয়া তথ্য পার্লামেন্টে হস্তান্তর করেছে প্যানেল। সেগুলো যাচাই-বাছাই করে আগামী সপ্তাহে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।


রামাফোসা ২০২৪ সালে তাঁর দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) নিয়ে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে একটি কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই কনফারেন্সের এক মাসেরও কম সময় বাকি আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও